২১ মে ২০২৪ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৪/ মঙ্গলবার
মে ২১, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের বিভাগীয় সংসদের অভিষেক সম্পন্ন

     

 

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ’র কেন্দ্রীয় সংসদের প্রথম বর্ষপূর্তি ও চট্টগ্রাম বিভাগীয় সংসদের অভিষেক আজ ১৪ জুলাই ২০২৩ইং রোজ শুক্রবার ইঞ্জিনিয়ার আব্দুল খালেদ মিলনায়ত, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অসিম কুমার দেবনাথ, এসিটেন্ট ডাইরেক্টর, (কম্পিউটার) জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা, প্রধান বক্তা অধ্যক্ষ মিলন চন্দ্র নাথ, চেয়ারম্যান, পালি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদ ও প্রধান উপদেষ্ট, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ, বিশেষ অতিথি সাংবাদিক হিরন্ময় দেবনাথ হিমাংশু, সম্পাদক ও প্রকাশক দৈনিক বর্তমান বাংলা ও হিন্দু ধর্মীয়গ্রন্থ লেখক, শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নিরোদ বরণ চৌধুরী, মহা আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালক হিসেবে উপস্থিত ছিলেন প-িত নিরঞ্জন নাথ স্মৃতিতীর্থ, সংগঠনের সভাপতি পণ্ডিত অরুণ দেবনাথের সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ, লায়ন ডা. নারায়ন চন্দ্র নাথ, কর্ণধার রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল এবং উপদেষ্ট, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ ও বিশিষ্ট সমাজ সেবক, ফনিন্দ্র দেব নাথ, সভাপতি, শ্রীশ্রী বংশী পীঠধাম আশ্রম, বারশত, আনোয়ারা, ডা. নির্মেলেন্দু দেবনাথ, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী বংশী পীঠধাম আশ্রম, বারশত, আনোয়ারা। ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী রঞ্জিত কর বিশিষ্ঠ পাল্টা কির্ত্তনীয়া ও ধর্মীয় বক্তা, শ্রী দীপক কান্তি দাশ প্রাক্তন শিক্ষক, ভাগবর্তীয় বক্তা ও স্বস্ত্যয়নী ব্রতধারী। লায়ন অজিত কুমার নাথের সঞ্চালনায় স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, আহ্বায়ক পিংকু কুমার নাথ, সদস্য সচিব প-িত রুপন দেবনাথ, শংকর চন্দ্র দেবনাথ, সভাপতি চট্টগ্রাম বিভাগীয় সংসদ, রতন দেব নাথ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, উত্তর জেলা সংসদের সভাপতি সুনিল নাথ, সিনিয়র সহ-সভাপতি প-িত অজিত দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল দেবনাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা অজিত কুমার নাথ, শিক্ষক অমৃত লাল নাথ, শ্রীমৎ ভবানন্দপুরী মহারাজ, প-িত রতন নাথসহ বিভাগীয়, জেলা, থানা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভায় সভাপতির বক্তব্যে বলেন, হিন্দু ধর্মে চার বর্ণে বিভাজন করা হয়েছে তাদের কর্মের মাধ্যমে। তবে ‘নাথ’ যৌগি তাদের মূল কাজ হচ্ছে গুরুগিরী ও পুরোহিত্বগিরী অর্থাৎ যোজন-যাজন। আমরা কোন বর্ণ বা গোত্রের সাথে বিভাজন নয়। আমরা চাই ধর্মীয় আচার অনুষ্ঠানে যেন ধর্মীয় নিয়ম নীতি ও সঠিক মন্ত্রপাঠ করে কার্য সম্পাদন করা হয়। আজ আমাদের সমাজে সঠিক পুরোহিতের খুবই অভাব। আমরা আশা করি রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ’র এই সংগঠনটি পুরোহিত প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নতুন নতুন পুরোহিত তৈরী করবে, যে যে বর্ণের বা গোত্রের হোক সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিত তৈরী করবে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply