২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৩৪ পূর্বাহ্ণ

যুদ্ধাপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর

     

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এবং সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের করা আপিল শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রবিবার এই দিন ধার্য করেন। একইসঙ্গে ২৪ আগস্টের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এই বেঞ্চের অপর দুই বিচারক হলেন- বিচারপতি মো. সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আজহারের পক্ষে জয়নুল আবেদীন ও কায়সারের পক্ষে এস এম শাজাহান অ্যাডভোকেড অন রেকর্ড হিসেবে ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply