২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

প্রবীন জননেতা ইসহাক মিঞার মৃত্যুতে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের শোক প্রকাশ

     

 

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপরিষদ সদস্য, সাবেক এম.পি প্রবীন জননেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উপদেষ্টা আলহাজ্ব মো: ইসহাক মিঞা আজ সকাল ১১.১০মি: সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৬ কন্যাসহ বহু নাতি-নাতনী এবং আত্মীয়স্বজন রেখে যান। তিনি বেশ কয়েকদিন যাবত কিডনি ও ডায়বেটিকস সংক্রান্ত রোগে ভোগছিলেন, গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্যের হাসপাতালে ভর্তি হন।

প্রবীন জননেতা ইসহাক মিঞার মৃত্যুতে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দ একবিবৃতিতে গভীরশোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, মরহুম জননেতা ইসহাক মিঞা ছিলেন আপাদমস্তক একজন পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক। তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী রাজনীতিবিদ ও পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিককে হারাল। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ মুক্তিযুদ্ধের চেতনার সকল পক্ষ ও গোষ্ঠি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে দুঃসময়ে হারাল। তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হলো। বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও আগামী কাল সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিয় নামাজে জানাযায় সকলকে অংশ গ্রহণের আহবান জানানো হয়েছে। বিবৃতিতে শোক প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা স.ম. জিয়াউর রহমান, সাবেক সভাপতি হাসিনা জাফর, আহ্বায়ক মো: জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব টিকে সিকদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম লিয়াকত হোসেন, সুভাষ চৌধুরী টাংকু, কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জামাল উদ্দিন, আসিফ ইকবাল, সালাউদ্দিন লিটন, কাজী সাইফুল ইসলাম, মো. সেলিম উদ্দিন,।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply