২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল গণির ইন্তেকাল গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

     

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ডের বক্স আলী বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল গণি (৭০) গতকাল ১০ জানুয়ারি বুধবার দিবাগত ভোর রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

১১ জানুয়ারি বৃহস্পতিবার বাদে জোহর মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আবদুল গণিকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম কবির।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। পরে মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ এলএমজি, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, পতেঙ্গা ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে ফাহিম উদ্দিন, জাহিদ আহমদ, আবদুস ছবুর, খায়রুল ইসলাম, আবুল কালাম, জানে আলম, আবদুর নুর, আবদুল মাবুদ, সন্তান কমান্ডের সদস্য মোঃ মুছা, মোঃ আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আবদুল গণি। শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল গণির মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস ও পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেনসহ সংসদের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply