১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩৯/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ২:৩৯ পূর্বাহ্ণ

প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে জ্ঞান চর্চার বিকল্প নেই- আবদুচ ছালাম

     

শিক্ষার আলোতে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণ করার এবং মানবিক মূল্যবোধসম্পন্ন দেশ প্রেমিক আদর্শ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করার ব্রত নিয়ে কলেজের শিক্ষাকার্যক্রমে যুক্ত হবার জন্য নবাগত শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল চাঁন্দগাও আবাসিকস্থ সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত ২০১৭Ñ২০১৮ শিক্ষাবর্য়ের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহবান জানান। অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, আজ থেকে শুরু হল আলোকিত জীবন গড়ার স্বপ্নের পথচলা। বর্তমান যুগ হল বিশ্বায়নের যুগ। প্রতিযোগিতামূলক এই বিশ্বে ঠিকে থাকতে হলে জ্ঞান চর্চা শুধু পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ রাখলে চলবেনা। পাঠ্য পুস্তকের বাইরে অন্যান্য শাখায়ও জ্ঞান চর্চা করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যোগ্য নাগরিক হিসেবে নিজেকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজিমউদ্দিন চৌধুরী, শওকত আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুলকার নাইন, মো, তারেক, আবদুল আউয়াল খান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply