২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে আলহাজ্ব আ. জ. ম নাছির উদ্দিন ঈদ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির হাতিয়ার

     

 

ঈদ মুসলিম সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব হলেও হাজার বছরের বাঙালি সংস্কৃতির চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব।ঈদ শুধু মুসলিম জনগোষ্ঠী পালন করেনা। বাঙলা ও বাঙালীর সংস্কৃতির পথ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সম্মিলিত উৎসবের মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করে আসছে। কিছু স্বার্থান্বেষী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতির চির বন্ধনকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সচেতন হয়ে রুখে দাঁড়াতে হবে। তাই ঈদ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির দূরন্ত হাতিয়ার। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন।

ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দ আজ ২৮ জুন সন্ধ্যা ৭টায় নগরীর আন্দরকিল্লাস্থ মেয়রের বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন এর সাথে মতবিনিময়ে মিলিত হন। সংগঠনের প্রতিষ্টাতা স.ম. জিয়াউর রহমানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও ঈদের শুভেচ্ছ্া বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, মো. জামাল উদ্দিন, আসিফ ইকবাল, সালাউদ্দিন লিটন, কাজী সাইফুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, অভিজিৎ দে, রাশেদ উদ্দিন প্রমুখ। এসময় মতবিনিময় কালে মেয়র আরো বলেন, এবারের ঈদ শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন অঘটন ছাড়াই সারাদেশের মানুষ প্রত্যাশিতভাবে ঈদ উদযাপন করেছে। তিনি আরো বলেন, সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগে কিছু হতাহতের ঘটনা ঘটলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে দূর্গত মানুষের পাশে দাঁড়ালে তাদের বেদনা বিধুর মুখেও হাসি ছোঁয়া ফুটে উঠে। এসময় নেতৃবৃন্দ ঈদ উপলক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply