২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো. হোসেন মুরাদের মৃত্যু

     

হালিশহরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হোসেন মুরাদ জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ নিয়ে মারা গেছেন।  ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের আগামী (সিসিসি) নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন।

তিনি বুধবার সকালে নগরীর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের মুনিরনগর মুন্সিপাড়া এলাকার নিজের বাড়িতে মারা যান।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান গনমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। রোববার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু সেই ফলাফল এখনো পাওয়া যায়নি। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে গত কয়েক দিন বাড়িতেই ছিলেন মুরাদ। বুধবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই অবস্থায় হাসপাতালে নিতে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই মুরাদ মারা যান।৫০ বছর বয়সী মুরাদ এক ছেলেকে রেখে গেছেন। স্থানীয় মুনিরনগর মুন্সিপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার প্রস্তুতি চলছে বলে আওয়ামী লীগ নেতারা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply