১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:০৯/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

কর্ণফুলীতে মাহফিলে দেশিয় অস্ত্র দিয়ে হুজুরের উপর হামলা আটক ১

     

 আরমান হোসেন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে একটি মাহফিলে হুজুরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তথ্যসূত্রে জানা যায় , রবিবার (১৫ মার্চ) গভীর রাতে মাহফিলের আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে হঠাৎ একজন ব্যক্তি মাহফিলের আলোচক মাওলানা আব্দুল মোস্তফা আল আজহারীর উপর হামলা চালায়। হামলাকারী স্হানীয় চরলক্ষ্যা গ্রামের কুয়াছ নগরের বাসিন্দা বাদশা মিয়া (৫০) বলে জানা গেছে।হামলাকারী দেশিয় অস্ত্র “দা” দিয়ে মঞ্চে হামলা চালাতে গেলে মঞ্চে থাকা ব্যক্তিরা হুজুরকে রক্ষা করে। মাহফিলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি  জানান, রবিবার রাতে মাহফিল চলছিল।

মাহফিলের প্রধান বক্তা মাওলানা আব্দুল মোস্তফা আল আজহারী তকরির শেষে প্রশ্নোত্তর পর্বে মাইকের ইবাদত জায়েজ আর না জায়েজ কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে জবাব দিচ্ছিলেন।এমন সময় হঠাৎ জনৈক ব্যক্তি মঞ্চে উঠে ধারালো দা দিয়ে হুজুরকে মারতে উদ্ধৃত হয়।হুজুরের গাঁয়ে দেশিয় অস্ত্র দা দিয়ে হামলা চালাতে গেলে মঞ্চে থাকা স্হানীয় ব্যক্তিরা হুজুরকে রক্ষা করে। পরে উত্তেজিত জনতা হামলাকারী (বাদশা মিয়া) কে গণপিটুনি দিয়ে কর্ণফুলী উপজেলা পুলিশকে সোপার্দ করে। কর্ণফুলী উপজেলা পুলিশ সূত্রে জানা যায়, রাতে চরলক্ষ্যা গ্রামের একটি মাহফিলে উত্তেজনার খবর পেয়ে কর্ণফুলী উপজেলা পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।ঘটনাস্হল থেকে ১ জনকে আটক করা হয়। মাহফিলের বক্তাকে নিরাপদে ঘটনাস্হল থেকে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ সোহেল আসামী (বাদশা মিয়া) নামে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার তদন্ত চলছে।আসামীকে চট্টগ্রাম জেলে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply