১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৪৩/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

ঢাবিতে ক্লাস ও পরিক্ষা বর্জনের ডাক

     

 ঢাবি প্রতিনিধি

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমাবেত হন। শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণের পর শাহবাগ মোড়ে সাড়ে ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষার্থীরা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় আমরা আন্দোলন করলেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের ব্যাপারে ঢাবি প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা আমাদের লাল বাস আটকিয়ে রেখে ছাত্রীদের বিভিন্নভাবে হেনস্তা করেছিল। আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ইতিবাচক মন্তব্য সূচক বক্তব্য পাইনি। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মর্মাহত করেছে। শিক্ষার্থীরা বলেন, এমতাবস্থায় আমরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস ও পরিক্ষা বর্জনের আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ কয়েকটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করেছে।

শেয়ার করুনঃ

Leave a Reply