১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৫৯/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে ভিসিকে স্মারকলিপি

     

  ঢাবি প্রতিনিধি

আজ বুধবার দুপুর ১ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিজ্ঞান অনুষদের যথা সময়ে
পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সাপ্লিমেন্টারী পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে
মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি গ্রহণ করেন বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গণিত
বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ এবং রসায়ন বিভাগের
শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসেন। মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি
শেষে ভিসি মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সাপ্লিমেন্টারী পরিক্ষার দাবি জানিয়ে গণিত বিভাগের
৪৪০ জন শিক্ষার্থীর স্বাক্ষরসহ আবেদন জমা দেয়া হয়েছিল এবং এই পথ অনুসরণ
করেছে পদার্থ বিজ্ঞানসহ অনান্যরা। কিন্তু সংশ্লিষ্ট অনুষদ কর্তৃপক্ষ
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ
করেনি।

উক্ত অনুষ্ঠানে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের ভিপি এবং গণিত বিভাগের
মাস্টার্সের শিক্ষার্থী হোসেন আহমেদ সোহান বলেন, লিখিত পরীক্ষার ৭ মাস বা
৬ মাস পর রেজাল্ট প্রকাশ কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যেমন নিয়ম কানুন আছে, তেমনি
শিক্ষকদের জন্যও নীতিমালা থাকা উচিত। তিনি লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১
মাসের মধ্যে ফলাফল প্রকাশের পাশাপাশি  এডমিশন সমস্যা সমাধানের দাবি
জানান। তিনি গণিত বিভাগে ৭ মাস পর রেজাল্ট দিয়ে যে ৭০ জন অকৃতকার্য হয়েছে
তাদের বিশেষ ফলোন্নায়ন কথা বলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা এ বছরেই বিজ্ঞান অনুষদের সাপ্লিমেন্টারী পরিক্ষা
পদ্ধতি চালুর দাবি জানান, এবং এই যৌক্তিক দাবি মেনে না হওয়া হলে কঠোর
আন্দোলনে যাওয়ার কথা বলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply