২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০৯/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

 কওমী আলেমরা  মূল ধারার সাথে সম্পৃক্ত হতে পারবে -আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী

     

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, কওমী মাদ্রাসার ছাত্ররা এখন দেশের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে সকল প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য কাজে অংশ নিতে পারবে। তিনি আজ ১৬ মে চট্টগ্রাম মহানগরীর দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষার লালখান বাজার মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন। লালখান বাজার মাদ্রাসা কেন্দ্রের হল পরিচালক ও আলহাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের বোর্ড সদস্য মাওলানা ফয়জুল্লাহ, সহকারী হল পরিচালক মাওলানা মো. ইব্রাহিম আল ফারুকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার চৌধুরী, মাওলানা মো. জসিম উদ্দিন, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসার গণসংযোগ কর্মকর্তা আলী হাসান এ সময় থাকে স্বাগত জানান। উল্লেখ্য যে, সাতকানিয়া উপজেলা, লোহাগাড়া উপজেলা, খুলশী থানা, তিন উপজেলার হল কেন্দ্র লালখান বাজার মাদ্রাসায়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, কওমী মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা নকলে অভ্যস্ত নয়। দেশে একমাত্র শতভাগ নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র হল কওমী মাদ্রাসার পরীক্ষার হলসমূহ। তিনি বলেন, দাওরায়ে হাদিসের সনদের মান হওয়ায় এখন কওমী মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কওমী মাদ্রাসায় কোন নকল করার নজির নেই। বাংলাদেশে একমাত্র নকলমুক্ত পরীক্ষার উদাহরণ হল বর্তমানে চলমান দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা। এ সময় তার সাথে আলহাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশ এবং বেপাক এর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply