৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৫/ বুধবার
মে ৮, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

রাজশাহীতে “পূনর্বাসন না করেই হকার উচ্ছেদ” মে দিবসের চেতনার সঙ্গে বেঈমানী

     

 

আজ ১লা মে ২০১৯ রোজ বুধবার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি মুত্তুর্জা ফামিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ. যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন যে, রাজশাহীতে প্রায় ৩০ হাজার মানুষ হকারী করে জীবন-জীবিকা নির্বাহ করে কিন্তু রমজানের পূর্বেই আমরা লক্ষ করছি যে, শহর পরিচ্ছন্ন করার নামে হকার উচ্ছেদ করে ৩০ হাজার মানুষকে কর্মহীন পঙ্গু করে ফেলেছে এবং তারা বর্তমানে দুর্বিসহ জীবন-যাপন করছে। এর কারণে রাজশাহীতে বেকার কর্মহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, যার ফলে রাজশাহীতে মাদক, চুরি-ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ইত্যাদি অপরাধমূলক কাজ বেড়ে যাবে বলে আমরা আশংকা করছি এবং হকারদের পূর্নবাসন না করে উচ্ছেদের কারণে এই শান্তির নগরীতে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাবে। এমতাব¯’ায় আরোও লক্ষ করছি যে, সিটি কর্পোরেশন হকারদের ভ্রাম্যমান গাড়ি দেওয়ার নামে মসকরা করছে, যে ভ্রাম্যমাণ গাড়ি এই দরিদ্র মানুষগুলোর পক্ষে বানানো/ক্রয় করা সম্ভব নয়।

অসহায় হকারদের পূনর্বাসন না করে চলমান হকার উচ্ছেদ বন্ধ এবং এমতাব¯’ায় অবিলম্বে ছিন্নমূল হকারদের পূনর্বাসনের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় তাদের সাথে একত্র হয়ে এসমস্ত ছিন্নমুল হকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply