২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৩:৪৪ পূর্বাহ্ণ

বেনাপোল বিজিবির অভিযান ভারতীয় চন্দন কাঠ উদ্ধার

     

এম ওসমান, বেনাপোল
 বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ৩৮ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা। মঙ্গলবার (২৭নভেম্বর) দুপুর ১টার সময়  এ চন্দন কাঠ গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন  সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৮ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন।যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক চন্দন কাঠ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply