২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ গ্রেফতার ৮ জঙ্গি

     

নির্বাচনে জঙ্গি তৎপরতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে নির্বাচনে নাশকতা ঠেকানোর ধারাবাহিকতার ভিত্তিতে র‍্যাব-১, র‍্যাব-২ যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, কাটারা ও কলাবাগান হতে জেএমবি’র রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করে।

আজ সোমবার (২৬ নভেম্বর) কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

আটকৃত জঙ্গি সদস্যরা হলেন-  আরাফাত আজম (৩০), রাশেদ আলম বাঁধন (২৮), মীর আফজাল আলী (৩৭), মাহাদী হাসান(২৩), বদিউজ্জামান হাওলাদার অনিক (২৭), জামাল উদ্দিন শোভন(২৮), জারির তাইসির (২৬) ও আসিফুর রহমান (২৮)।

মুফতি মাহমুদ বলেন, এদের মধ্যে আরাফাত আজম পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে ২০১৬ সালে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় হতে সিএসই সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশি ট্রান্সপোর্টেশন টেকনোলজি কোম্পানি ‘পাঠাও’-তে আইটি এক্সপার্ট হিসেবে কর্মরত আছেন।

তিনি আরো বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রথম অবস্থায় রেডিক্যাল ইয়ুথ গ্রুপটি মোহাম্মদপুর এলাকায় ঘাঁটি তৈরি করলেও পরে রাজধানীর কলাবাগান, কাটারা এলাকা’সহ ঢাকায় বেশ কয়েকটি স্থানে তাদের নেটওয়ার্ক সম্প্রসারিত করে।

মুফতি মাহমুদ বলেন, তামিম গ্রুপের সক্রিয় সদস্য বাশারুজ্জামানের সঙ্গে যোগাযোগ ছিল এই গ্রুপের অন্তত তিনটি সদস্যের। যারা ২০১৪-২০১৫ সালে জেএমবিতে যোগ দেয়। এরা সবাই উচ্চশিক্ষিত স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। গত ৭-৮ মাস তাদের উপর নজরদারি রাখা হয়। পরে গতকাল রোববার (২৫ নভেম্বর) র‍্যাব তাদের গ্রেফতার করে। সংগঠনটি আমীরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে থাকে। আটককৃত ৮ জনের মধ্যে সাবেক ৩ জন এবং বর্তমানে ২ জন আমীর রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ জানান, জেএমবির এই সদস্যরা বিভিন্ন পেশায় অভিজ্ঞতা সম্পন্ন। বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা।সৌজন্য সিভয়েজ থেকে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply