৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১৪/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী পূর্ব শাহমির পুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হউক

     

কর্ণফুলী উপজেলার পূর্ব শাহমির পুর গ্রামে সরকারি বেসরকারি কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ফয়জুল বারি ফাযিল ডিগ্রি মাদরাসার পার্শ্বে অবস্থিত শাহমির পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা পশ্চিম শাহমির পুরে অবস্থিত। শাহমিরপুর একটি বিশাল গ্রাম। যে গ্রামের মাঝখানে বয়ে গেছে আনোয়ারা বাঁশখালি সড়ক। বিদ্যালয়টি পশ্চিম শাহমিরপুর গ্রামে অবস্থান হওয়ায় পূর্ব শাহমির পুর গ্রামের ছেলে মেয়েরা দুর্ঘটনার ভয়ে ঝুকি নিয়ে রাস্তা পারাপারে নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনায় অনেকে প্রাণ হারায়। পূর্ব শাহমির পুর গ্রামে অবস্থিত ২নং বড় উঠানের ৪ ও ৫ নং ওয়ার্ড। দুটি ওয়ার্ডে সরকারি বেসরকারি কোন প্রাথমিক বিদ্যালয় নেই। দুটি গ্রাম অর্থাৎ পূর্ব শাহমির পুর গ্রামে প্রায় পনের হাজার ১৫০০০ লোকের বসবাস। পূর্বে অবস্থিত কৈয়গ্রাম খাল। খাল পারাপারে কৈয়গ্রামে গিয়ে পড়ালেখা করা দুর্ভোগ,ভোগান্তি,ঝুকি ও দু:সাধ্য। যা এখানকার কোমলমতি ছেলে মেয়েদের পক্ষে নিতান্ত অসম্ভব। মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ছেলে মেয়েরা কলেজ বাজার প্রাইভেট কিন্ডার গার্ডেনে স্কুলগুলোতে স্কুলের নিজস্ব গাড়িযোগে যাতায়াত করে পড়ালেখা করে। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া কোমলমতি মেধাবি ছাত্রদের এতদূর গিয়ে পড়ালেখা করা সম্ভব হয়না। পশ্চিম দিকে রাস্তা পারাপারের ঝুকি, পূর্বদিকে খাল পারাপারের ঝুকি। দুয়ের ঝুকি নিয়ে ২নং বড় উঠানের ৪ ও ৫ নং ওয়ার্ডের জনগণের তাদের সন্তানদের পড়ালেখা নিয়ে চিন্তার কমতি নেই। ছেলেমেয়েদের পড়ালেখালর বিষয়টি অভিভাবকদের দু:চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার ১১২৫টি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তন্মধ্যে পূর্ব শাহমির পুর গ্রামে যেন ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। মুহাম্মদ মনছুর সভাপতি. গহিরা বার আউলিয়া ফাউন্ডেশন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply