১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১৮/ রবিবার
মে ১৯, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

নূরীয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসায় নূরী

     

 

আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের আওতাধীন রাঙ্গুনীয়া উপজেলাধীন উত্তর পদুয়া নাপিত পুকুরিয়া গাউসিয়া নূরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা’র ১১তম সালানা জলসা ও বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের ইছালে সাওয়াবের উদ্দেশ্যে আজিমুশ্শান নূরানী মাহফিল গতকাল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া নূরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, পীরে তরিক্বত হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ.)। তিনি বলেন, মাদ্রাসা কুরআন শিক্ষার বাতিঘর। আর এই বাতিঘরের কারিগর হল শিক্ষক সমাজ। শিক্ষকরাই সমাজকে আলোকিত সমাজ গড়তে পারে। তবে এব্যাপারে কঠোর দায়িত্বশীল হতে হবে। বর্তমানে এই দায়িত্বশীলতা না থাকায় এস.এস.সি, এইচ.এস.সি ও বিশ্ববিদ্যালয় সমূহের সকল পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তিনি শিক্ষামন্ত্রীকে এব্যাপারে কঠোর হস্তে দমন করার জোড় দাবি জানান। অন্যথায় দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও খামারী স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এরশাদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা ইউনুছ রিজভী। রজভীয়া নূরীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরাম সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশনেন সংগঠনের কেন্দ্রের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নূরী, রাঙ্গুনীয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আকতার হোসেন চৌধুরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ছৈয়দুল হক সাঈদ কাজেমী, সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সচিব মাওলানা আবদুল কাদের রজভী, মাওলানা নবী হোসেন আলকাদেরী, মাওলানা সিরাজুল মোস্তফা, মাওলানা ছালামত রেজা আলকাদেরী, মাওলানা হাসান রেজা, মাদ্রাসা সুপার মাওলানা মঈন উদ্দিন কাদেরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জেদ্দা প্রবাসী মুহাম্মদ নুরুল কবির, কাজী মাওলানা আবদুল হামিদ নঈমী, মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন, মাওলানা আবু নাছের, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ আবু নেছার, মুহাম্মদ আবুল হাকিম, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ জাকের হোসেইন, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ রাশেদসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও নাপিত পুকুরিয়ার সকল সুন্নী জনতা । মাহফিল শেষে বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply