২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

নগরবাসীর হৃদয়ের আসনে প্রিয় নেতা মহিউদ্দিন চৌধুরী

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের সংগঠন এক্স কাউন্সিলর ফোরাম প্রয়াত টানা তিনবার নির্বাচিত সফল সাবেক মেয়র নন্দিত জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা  বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিকেল ৫:৩০টায় সাবেক কাউন্সিলর আলহাজ¦ পেয়ার মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও জোবাইরা নার্গিস  কাউন্সিলর তারেক সোলোমান সেলিম, আবিদা আজাদ, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, ছালেহ আহমদ চৌধুরী হাজী নুরুল হক ও জননেতা মহিউদ্দিন চৌধুরীর পুত্র বোরহান হাসান চৌধুরী সালেহীন বক্তব্য রাখেন। মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তার বক্তব্যে মহিউদ্দিন চৌধুরীর প্রশাংসা করে বলেন চট্টগ্রাম নগর ও নগরবাসী উন্নয়নের আপোষহীন নেতা মহিউদ্দিন চৌধুরী, তার অবদান নগরবাসীর হৃদয়ে বিদ্ধহয়ে আছে। নগরীর মহিউদ্দিন চৌধুরী নামে কোন স্থাপনা নাম করণে বিষয়ে তিনি বলেন মর্যাদা পূর্ণ স্থাপনা বাচাই করে আমরা মহিউদ্দিন চৌধুরী র্কীতি সম্মানজনক করা হবে। এক্স ফোরামের সকলের উদ্দেশ্যে তিনি বলেন জনপ্রতিনিধি কোন সময় কিছু পাওয়ার আশায় জনসেবা করেনা এবং জনসেবা কার্যক্রম থেকেও বিরত থাকতে পারেনা। প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন নগর উন্নয়ন ছাড়াও  শিক্ষা, স্বাস্থ্য, সেবা খাতে ব্যাপক অবদান রয়েছে। এই গণমূখী নেতা মিডিয়া সাথে নিবিড় সর্ম্পক কারণে প্রেস ক্লাব ভবন নির্মাণে সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স¥রণ করেন।
এক্স কাউন্সিলর নুরুল হুদা লালুর সঞ্চালনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গণমূখী ও বৈচিত্রধর্মী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার কারিগর, চট্টগ্রামের পাহাড়-নদী-বন্দর ও গণমানুষের  অতন্দ্র প্রহরী এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সাথে কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচনা করেন সাবেক কাউন্সিলরগণের মধ্যে জহিরুল আলম দোভাষ, এড. এম এ নাসের, শামশুল আলম, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন আহমদ, মুহাম্মদ জামাল হোসেন,  এম এ মালেক, আলহাজ¦ আলী বক্স, নিয়াজ মোহাম্মদ খান, শহিদুল আলম, আনোয়ার হোসেন, জাভেদ নজরুল ইসলাম, জাফর আলম চৌধুরী, এ.এস এম জাফর, বিজয় কুমার কৃষাণ, রফিকুল ইসলাম খোকন, মোহাম্মদ তৈয়ব, রেখা আলম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, নুরুল বশর মিয়া, নুরুল আলম, সাহিদুল আলম টুলু, হাজী বাবুল হক, মোহাম্মদ ইসমাইল, এস এম আলমগীর ও মোহাম্মদ হাবিব প্রমুখ। কবি সাংবাদিক অনিন্দ্য টিটো এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর উপর লেখা জনতার নেতা “চট্টলার মাহথির” মেয়র এর মাধ্যমে মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহান উদ্দিন সালেহীনেরকে প্রদান করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply