২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:২৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর উরস শরিফ সম্পন্ন

     

 

উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক খাতেমুল অলদ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) এর ১১২তম উরস শরিফ উপলক্ষে তদীয় প্রপৌত্র শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মন্জিলে যথাযথ ধর্মীয় আবহে ব্যাপক জীবন ঘনিষ্ঠ মানবতাবাদী কর্মসূচির মধ্য দিয়ে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলে ২৩ জানুয়ারি মঙ্গলবার উরস শরিফ সম্পন্ন হয়েছে। মাইজভাণ্ডরী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নিয়ন্ত্রণাধীন দেশব্যাপী শাখা কমিটি সমূহের বিপুল সংখ্যক আশেক-ভক্তের অংশগ্রহণের মধ্য দিয়ে খতমে কুরআন, মিলাদ, অজিফা পাঠ ও আল্লাহ্্ আল্লাহ্্ জিকিরের ধক্ষনিতে মাইজভাণ্ডার শরিফ মুখরিত ছিল। বাদ ফজর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরশ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত সাড়ে বারোটায় অনুষ্ঠিত হয় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল। দেশ ও জাতির কল্যাণে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র একমাত্র পুত্র গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে গাউসুল আযম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)। এদিকে উরস শরিফ উপলক্ষে শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের (ঝতঐগ ঞৎঁংঃ) ১০ দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল- (১) যাকাত অর্থ বিতরণ, (২) ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকার রূপরেখা : তত্ত্ব ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার, (৩) আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সম্মিলন, (৪) উলামা সমাবেশ, (৫) ‘আলোর পথে’ আয়োজিত মহিলা মাহফিল, (৬) ‘দি মেসেজ’ আয়োজিত মহিলা মাহফিল, (৭) শিক্ষক সমাবেশ, (৮) ১১তম শিশু কিশোর সমাবেশ, (৯) মসজিদে মসজিদে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল, (১০) মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ প্রদান, এসজেডএম ট্রাস্ট পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যালি ও আলোচনা সভা, (১১) ফটিকছড়ি উপজেলায় রেজিস্টার্ড এতিমখানা সমূহের ছাত্র-ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ, (১২) ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়। পবিত্র উরস্ শরিফের বিধিবদ্ধ কার্যকলাপের পাশাপাশি ব্যাপক জনসম্পৃক্ত একান্ত জীবন-ঘনিষ্ঠ উল্লিখিত কর্মসূচিসমূহ মাইজভাণ্ডার দরবার শরিফের ইতিহাসে এক সৃজনশীল ও নতুন মাত্রিকতা ইতোমধ্যে লাখো আশেক ভক্তসহ বৃহত্তর জনগোষ্ঠীর সচেতন দৃষ্টি আকর্ষণ করেছে প্রশংসনীয়ভাবে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ উরস শরিফে দায়িত্ব পালনকালে ফটিকছড়ি প্রশাসন, পুলিশ বাহিনী, অগ্নি নির্বাপন ও সিভিল ডিফেন্স, র‌্যাব, স্বেচ্ছাসেবকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। খবর বিজ্ঞপ্তির

 

শেয়ার করুনঃ

Leave a Reply