১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০২/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

গবেষণার মাধ্যমে অতীতের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে প্রজন্মকে সমৃদ্ধ করুন – প্রফেসর শাহেদা ইসলাম

     

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেছেন, গবেষণার মাধ্যমে অতীতের সোনালী ইতিহাসগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে এই প্রজন্মকে সমৃদ্ধ ইতিহাস উপহার দিন। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মদান ও বাংলাদেশ এবং বাঙালি জাতির প্রকৃত ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরুন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নবপ্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ইতিহাস গবেষক ও লেখকদের প্রতি আহবান জানান। ৭ জানুয়ারি রবিবার দুপুরে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় সোহেল মো. ফখরুদ-দীন রচিত পাঁচটি গ্রন্থ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বিজয়ের বাংলাদেশ, চন্দনাইশের ইতিহাস ও ঐতিহ্য, চট্টগ্রাম মুসলমান আগমনের ইতিকথা ও চট্টগ্রাম কালপঞ্জি গ্রন্থ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামকে উপহার দেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ কুতুবী, নজরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক দিদারুল আলম প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply