১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৯/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

আবদুল্লাপুর সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

 

সৃষ্টিকর্তার অপার মহিমায় আবদুল্লাপুর সমিতির কার্যক্রম শুরু ৩ জানুয়ারি নগরীর পাঁচলাইশস্থ এক রেস্টুরেন্টে আবদুল্লাপুর সমিতির এক মতবিনিময় সভা সমিতির সভাপতি মুহাম্মদ আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সকল সদস্যদের উপস্থিত দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার কাজল কান্তি বড়ুয়া। উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন আবদুল্লাপুর গ্রামের কৃতি সন্তান ও আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ চমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী অনুত্তর বড়ুয়া, উপদেষ্টা সজল কুমার বড়ুয়া, সাবেক পুলিশ কর্মকর্তা প্রিয়দর্শী বড়ুয়া, সমিতির সেক্রেটারী জেনারেল নীলু কান্তি বড়ুয়া, আবদুল্লাপুর গ্রামের কৃতি সন্তান বর্তমান ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলম, সংগঠনের কর্মকর্তা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এস. এম. শাহ আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সঞ্জয় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু বড়ুয়া, প্রবাল বড়ুয়া বাপ্পী, অধ্যাপক মুহাম্মদ সলিম উদ্দিন, মুহাম্মদ মামুন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ইঞ্জিনিয়ার তাপস বড়–য়া, মুহাম্মদ টিপু। দেবাশিষ বড়ুয়া, সপু বড়ুয়া, সহ আরো গুণিজ্ঞানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সবাই একমত পোষণ করেন যে গ্রামের সকলে মিলেমিশে একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক আবদুল্লাপুর উপহার দেওয়া ও গ্রামের সর্বদা উন্নয়ন কাজ ও দুস্থ মানুষের সেবায় দাড়ানো। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ বক্তব্যে প্রকাশ করেন। পরিশেষে সকলের কাছে আশীর্বাদ ও দোয়া চেয়ে নীলু কান্তি বড়–য়ার ব্যবস্থাপনায় নৈশভোজ শেষে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply