৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩১/ বুধবার
মে ৮, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ

জাতিকে মেধাশূণ্য করতে এদেশীয় রাজাকাররা পাকিস্তানীদের দিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল

     

জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী তপন চৌধুরী বলেছেন ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ২ দিন পূর্বে এদেশীয় রাজাকাররা পাকিস্তানী হানাদার বাহিনীকে দিয়ে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে বাংলাদেশের জাতিকে মেধাশূণ্য করার অপচেষ্টা করেছিল। স্বাধীনতার ৪৬তম বিজয়ের সনে এসে দেখছি মানুষ হতাশাগ্রস্থ। জাতি এখনো আতংকিত, পরাজিত শক্তির ষড়যন্ত্রে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত করে যাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে স্বাধীনতার পক্ষের সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ১৪ ডিসেম্বর বিকাল ৫টায় মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর জাপার সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী, নগর যুবসংহতির সভাপতি এস.এম সাইফুল্লাহ, সহ-সভাপতি এম. এ শুক্কুর, নগর জাপা নেতা তরিকুল ইসলাম তারেক, ইপিজেড থানা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, নগর সাংস্কৃতিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী আলী আকবর, রফিকুল ইসলাম বাদল, ১৮নং ওয়ার্ড জাপা সদস্য সচিব মো. ফোরকান, ছাত্রনেতা আবু হাসান, আবু হানিফ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply