২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:০৬ পূর্বাহ্ণ

আলোকিত প্রজন্ম গড়তে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের এগিয়ে আসতে হবে

     

 

“ঊষার আলোয় আধাঁর ভাঙ্গ” প্রতিপাদ্যে শতাধিক তরুণ ও তরুণীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে চট্টগ্রামের তারুণ্যভিত্তিক সংগঠন ঊষা ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোঃ রিদোয়ানের সভাপতিত্বে নগরীর সুপ্রভাত স্টুডিও হলে গত ১১ নভেম্বর ২০১৭ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী ও সংগঠক নাজিম উদ্দিন খান, উন্নয়ন কর্মী নোমান উল্লাহ বাহার, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি মোঃ এহসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া ফারহানা রাবিতা, উম্মে হাবিবা, ত্রিশা, মোঃ কায়সার, আফরিন, তুলি, জিন্নাত লাকী, সামান্তা, মাহফুজ, তানজীর, শাহাদাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৃথিবীর বহুমাত্রিক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছেন তরুণদের হাত ধরে। মানসম্মত সুশিক্ষার প্রসার, সুস্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, দারিদ্র দূরীকরণ, শুদ্ধ সংস্কৃতির চর্চায় তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সকল অনৈতিক-নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশ ও জাতির সমৃদ্ধি আনতে এক যোগে কাজ করতে হবে। আত্মমানবতার সেবায় নিজেদেরকে উৎস্বর্গীত করে একটি সুন্দর দেশ গঠন এবং আলোকিত- মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে ঊষা ফাউন্ডেশনের কর্মযজ্ঞ সহায়ক। সংগঠনের সভাপতি মোঃ রিদোয়ান বলেন, ঊষা ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম বছরেই শীতবস্ত্র বিতরণ, বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, তরণদের প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পাদন করে। আগামীতেও ঊষার সামাজিক দায়বদ্ধতা থেকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদসহ প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন ঊষা ফাউন্ডেশনকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply