২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:২৭ পূর্বাহ্ণ

মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনবন্ধের দাবীতে চিটাগাং এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের মানববন্ধন

     

চিটাগাং এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও জাতিগত নিরোধন বন্ধের দাবীতে এক মানববন্ধন গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি এজহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে কোর্টবিল্ডিং চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাতœতা প্রকাশ করে বক্তব্য রাখেন চিটাগাং এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোঃ ফরিদ, সহ সভাপতি সামশুল ইসলাম, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকী, মোঃ জাহাঙ্গির আলম, ছালামত খান, এনামুল হক চৌধুরী, আবুল কালাম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, মোঃ নুরুল আবছার, বর্তমান সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক তাপস কুমার ধর, সাবেক সহ সাধারণ সম্পাদক রণধীর দাশ, কাজী মুজিবুর রহমান, বর্তমান কার্যকরী পরিষদের নেতা জিয়াউদ্দীন বাবলু, গিয়াসউদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন, আব্দুল আলিম, হাবিব উল্লাহ ভুইয়া, অরবিন্দু চৌধুরী নান্টু, এম,এন, আলী মিয়া, মোঃ আলী, ববি চৌধুরী, দিদারুল আলম গণি, নাছিরুল আলম গণি, গোবিন্দ দাশ, মোঃ জামাল, আশিষ, সাগর, শাহীন, সাইফুল, আনিছ প্রমুখ। সভায় বক্তারা বলেন মিয়ানমারে যে অমানবিক ও নিষ্ঠুরভাবে রোহিঙ্গা তথা মানবহত্যা হচ্ছে তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এরকম মানবাধিকার লংগনকে বিশ্ববিবেক কখনো মেনে নিতে পারেনা। মায়ানমারে এ অমানবিক মানুষ হত্যা বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠন এমনকি বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে এব্যাপারে ঐক্যবদ্ধভাবে জোরালো ভুমিকা রাখতে হবে। বক্তারা বলেন শান্তির জন্য নোবেল পুরষ্কার বিজয়ী মায়ানমারের নেত্রী অং শান সুচিকে এ হত্যাকান্ড ও নির্যাতনবন্ধে এখনো কোন কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে । যার জন্য আমরা অং শান সুচির প্রতি তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই এবং তাঁর নোবেল পুরষ্কার বাতিলের আহবান জানাই। সভায় বক্তারা মায়ানমারে অবিলম্বে রোহিঙ্গা হত্যা, নির্যাতন বন্ধ, তাদের নাগরিক অধিকার ও শান্তি ফিরিয়ে দেওয়ার আহবান জানান

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply