১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:১৫/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে মানবিক

     

মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা নির্যাতন ও হামলায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন মানবিক। রবিবার ও সোমবার কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার থ্যাংখালী, কুতুপালং, পালংখালী, ওয়াইক্যাং, উপ্রিচ্যাং, বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের প্রায় এক হাজার রোহিঙ্গার মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ করে সংগঠনটি। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, লবন, চিনি, পানি, মুড়ি, বিস্কুট, খাবারের প্লেট, তেল ইত্যাদি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মানবিক বন্ধু সৌদি প্রবাসী মোহাম্মদ ইয়াছিন, তামজিদ হোসাইন, বাংলাটিভির স্টাফ রির্পোটার বিপ্লব পার্থ, মনজুর মোরশেদ, চৌধুরী সুজন, সৈয়দ আবদুল মালেক, চৌধুরী সাজ্জাদ ও আবু কাবিদ। আর্ত মানবতার সেবায় নিয়োজিত সেবামূলক সংগঠন হিসেবে ২০১১ সালে ৯ নভেম্বর ফেসবুক গ্রুপ ‘মানবিক’ যাত্রা শুরু করে। ২০০৯ সালে ফেসবুকে কবিতা ও সাহিত্য চর্চার মাধ্যমে গড়ে ওঠে বন্ধুত্ব। সময়ের পথ ধরে এগিয়ে যেতে গিয়ে মনে হলো, মানবতার কল্যাণে কিছু করা দরকার। সেই ভাবনার প্রতিফলন ‘মানবিক’। মানবিকে সকলে সংগঠিত হয়েছেন মানবিক টানেই। যাদের স্বপ্ন সবাইকে নিয়ে বাঁচার। যাদের খাদ্য নেই, শীতে যাদের নেই উষ্ণতা, মেধা আছে কিন্তু যাদের পড়াশুনার সামর্থ নেই, ছিন্নমূল, পথশিশু, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষসহ চিকিৎসার অভাবে ঝরে যাচ্ছে যেসব প্রাণ, সেসব দুর্দশাগ্রস্থ মানুষের দুর্দশা লাঘবে নিরন্তর কাজ করে যাচ্ছে ‘মানবিক’।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply