১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৭/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

বেতাগীতে পৌর সভার উপর অর্পিত দায়িত্ব পালনের সামর্থ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বাড়াতে প্রশিক্ষন

     

কে.এম-রিয়াজুল ইসলাম
বেতাগীতে পৌর সভার নিজস্ব আয়ের উৎস সমূহকে গতিশীল করতে প্রতিষ্ঠানের উপর অর্পিত দায়িত্ব পালনের সামর্থ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো লক্ষে ইনক্লুসিভ বাজেট ও সম্পত্তির মূল্যায়ন বিষক দিনব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহাস্পতিবার সকাল সারে এগারটায় পৌর সভা মিলনায়তনে পৌর সভার মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় মিউনিসিপাল গভারণ্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট(এমজিএসপি) এবং গভার্নেন্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং (জিআইসিবি) এর সহযোগিতায় বেতাগী পৌরসভা এর আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন, প্রকল্পের টীম লিডার মাহাবুব আহসান, বিশেষ অতিথি ছিলেন কন্সালটেন্ট বিপূল কুমার দাস ও মো: এমরানুল হক। কর্মশালায় ইনক্লুসিভ বাজেট, আইনগত ভিত্তি, বাজেট প্রনয়ন ও সম্পত্তির মূল্যায়ন বিষয়ে আলোকপাত করা হয়।অংশ গ্রহন করেন পৌর মেয়র, পৌর সচিব, সহকারি প্রকৌশলী, কাউন্সিলর, হিসাব রক্ষন কর্মকর্তা, হিসাব রক্ষক, কর আদায়কারী, কর নির্ধারক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply