১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪০/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

রোহিঙ্গা হত্যাকারী অং সান সূচি (খুনি)’র আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি

     

 

চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মিয়ানমারের রাখাইন সম্প্রদায় রোহিঙ্গাদের উপর বর্বর হামলা-রক্তপাত-অগ্নিসংযোগ ও প্রকাশ্য গণহত্যার প্রতিবাদে আজ ১৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন মিয়ানমারে জঙ্গিরা হাজার হাজার রোহিঙ্গা হত্যা করে চলেছে। অথচ বিশ্ব মানবতা নীরবে অট্টহাসি দিচ্ছে উল্লেখ্য করে বক্তারা আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গা ও মানুষ হত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিশ্ব শান্তির দূত নামে খ্যাত ঘাতক অং সান সূচির কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের পাশে আছে এবং খুব দ্রুত রোহিঙ্গা শরনার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহবান জানান। এছাড়া মিয়ানমার রাখাইন রাজ্যে অমানবিক গণহত্যা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহবান জানান।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যকরী সভাপতি আলি আহমেদ শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড: বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, হেফাজত ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা হুমায়ূন কবির মাসুদ, হাজী এহসান মাহমুদ আলম, নোমান উল্লাহ বাহার, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমিন, প্রবণরাজ বড়ুয়া, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, পারভিন আক্তার চৌধুরী, জাকির হোসেন, রোজী চৌধুরী, মোহাম্মদ এজাহারুল হক, সেলিম উদ্দিন ডিবলু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম, হাজী ইউনুস, কামাল হোসেন, মোঃ সোহেল, কাজী মোহাম্মদ আইয়ূব, শাহেদ আমিন, রফিকুল ইসলাম রাজু, একে এম মুজিবুর রহমান, জামাল উদ্দিন, মাহাবুবুল রহমান, আসিফ ইকবাল, মো: তিতাস, ইয়াছমিন আরা বেগম, আমিনুল ইসলাম, ফিরোজ চৌধুরী, ্আলমগীর চৌধুরী, মোহাম্মদ আমান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply