২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার  সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা-এর নেতৃত্বে সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড় ও আশপাশের বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সড়ক পরিবহন আইন, ২০১৮-র আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  অভিযানে মোট ৪টি মামলা দায়ের করে তা থেকে ৩০,৫০০ টাকা অর্থদণ্ড ও জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্টের পেশকার হিসেবে ছিলেন মোঃ আবুল হোসেন এবং একটি চৌকস আনসার টিম অভিযানকালে উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে নিয়ম ভঙ্গ ও সড়ক-জট সৃষ্টি করার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বশীলরা জানিয়েছেন, জনস্বার্থে ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে এবং আইন ও বিধি-বিধান অমান্যকারীকে ছাড় দেয়া হবে না।
উপজেলা প্রশাসন জনগণকে সতর্ক করে বলেছে  নিয়ম মেনে চলা ও অপরাধ থেকে বিরত থাকাই সবার দায়িত্ব।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ