২১ মে ২০২৪ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪২/ মঙ্গলবার
মে ২১, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ

পাঁচবারের এমপি চার কেন্দ্রে পেলেন ‘দুই ভোট’

     

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ১৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টানা পাঁচবারের এমপি ও দুবারের হুইপ আতিউর রহমান আতিক আসনটির ১৪৪টি ভোট কেন্দ্রের চারটি কেন্দ্রে মাত্র দুটি ভোট পেয়েছেন। এর মধ্যে দুই কেন্দ্রে পাননি কোনো ভোট। আর অন্য দুটি কেন্দ্রে পেয়েছেন মাত্র একটি করে।

সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পাননি আতিক। এ ছাড়া ওই একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি করে ভোট পেয়েছেন তিনি।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য আতিক এখানে একটি ভোটও পাননি।

অপরদিকে বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ হাজার ৩৮৫ জন ভোটার। এর মধ্যেও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। এখানেও বাকি ভোটগুলো অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের প্রার্থী আতিক কোনো ভোট পাননি।

উল্লেখ্য, আতিউর রহমান আতিক শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি টানা সপ্তম জাতীয় সংসদ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পাঁচবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।সুত্র আরটিভি নিউজ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply