১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১৮/ রবিবার
মে ১৯, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

নিউ গিনিতে ভূমিকম্প

     

পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ৩ এপ্রিল এটি আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

 মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউ গিনিতে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর গভীরতা ছিল ৬২ দশমিক ৬ কিলোমিটার।পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চাম্বরি লেক

পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চাম্বরি লেকসোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চাম্বরি লেকের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ডস প্রদেশের এক বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জন মারা যান। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০০ জনের মৃত্যু হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply