২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৫৬ পূর্বাহ্ণ

মারধর: কর্ণফুলী উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

     

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঠিকাদারি কাজের বিলের ফাইলে স্বাক্ষর না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর ও হিসাবরক্ষককে মারধর করার অভিযোগে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম ও তাঁর স্বামী মামুনুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী ওই হিসাবরক্ষক সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টায় থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলায় কর্ণফুলী উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান বানাজা বেগম নিশি ও তার স্বামী মামুনুর রশিদের (৪৫) নাম উল্লেখসহ আসামি করার পাশাপাশি আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে  বলেন, মারধরের ঘটনায় প্রকৌশল অফিসের হিসাবরক্ষক থানায় মামলা দায়ের করেন। এসময় তার সঙ্গে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে থানায় স্বশরীরে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ের হিসাবরক্ষক মো. রফিক উল্লাহর কক্ষে গিয়ে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম তাঁর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান নিসাম কনস্ট্রাকশনের জামানত ফেরতসংক্রান্ত ফাইলগুলোর অবস্থা জানতে চান। ওই সময় রফিক উল্লাহ উপজেলা প্রকৌশলী এখনো ফাইলে স্বাক্ষর করেননি জানালে চটে যান বানাজা বেগম। কিছুক্ষণ পর বানাজা তাঁর স্বামী মামুনসহ আরও সাত থেকে আটজনকে নিয়ে পুনরায় হিসাবরক্ষক রফিকের কক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে নাজেহাল করেন। এ সময় অফিসের জিনিসপত্রও ভাঙচুর করেন তাঁরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply