২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫০/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

আনোয়ারা ওষখাইন দরবার শরীফে রজায়ী ত্বরিকত সম্মেলন 

     

 

৩৬ বছর বনবাসী, ১৮ শতকের কবি, আধ্যাত্মিক সাধক, পীর মীর নুর মোহাম্মদ আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:)’র বার্ষিক বিষু উপলক্ষে রজায়ী ত্বরিকত সম্মেলন ও খতমে বোখারী শরীফ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা একরামুল হক রজায়ী (ম.জি.আ.) সভাপতিত্বে ১৫ জানুয়ারি, বুধবার আনোয়ার ওষখাইন রজায়ী দরবার বিশ্বনুর মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান শাহজাদা খোরশেদ উল্লাহ রজায়ী। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা মাওলানা এরশাদ উল্লাহ রজায়ী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক নঈমী, শাহাজাদা মাওলানা নঈম উদ্দিন রজায়ী, শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী, মাওলানা আব্দুল মান্নান আশরাফী, মাওলানা আব্দুল আলিম, আবুল মনসুর রেজভী প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, রাসুল (দ.) এর ঝান্ডা উড্ডীন্ন করতে অলিয়ে কেরামদের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। শাহ্ আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.) ছিলেন বেলায়তের সম্রাট , ইসলামী দার্শনিক ও মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। শেষে দেশ জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply