৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০১/ বুধবার
মে ৮, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ

আনোয়ারার চুন্নাপাড়ার সার্ভেয়ার আবদুল আহাদের ইন্তেকাল, শোক প্রকাশ

     

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন এর চুন্নাপাড়া গ্রামের সার্ভেয়ার আবদুল আহাদ আজ সকাল ৮টায় সময় সিএমসিতে ইন্তেকাল করেছেন (ইন্নালি …. রাজেউন) ।তিনি স্হানীয়  মরহুম ডাঃ মৌওলানা নোমান এর ২য় পুত্র ।আজ আছর চুন্নাপাড়া তালিমুল কোরান মাদ্রাসার মাঠে  মরহুমের  জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে ৩নং রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সভাপতি আলহাজ্ব এস এম জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম.আলী হোসেন এক যুক্ত বিবৃতিতে  গভীর প্রকাশ করেছেন।শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply