১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২০/ শনিবার
মে ১৮, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে বক্তারা নৈতিকতা সম্পন্ন সুশিক্ষা প্রদানে দারুল ইরফান একাডেমী অনন্য অবদান রাখছে

     

চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী বলেছেন, ছোট থেকে একটি শিশুকে যেভাবে গড়ে তোলা হবে শিশুটি সেভাবে গড়ে উঠবে। ছোটকাল থেকে নৈতিকতা সম্পন্ন সুশিক্ষা প্রদান করে গড়ে না তোলার কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে হলে এবং আদর্শ নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলতে হলে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরী এবং নৈতিকতা সম্পন্ন শিক্ষা প্রদানে বর্তমান সময়ে চট্টগ্রাম দারুল ইরফান একাডেমী অন্যন্য অবদান রাখে যাচ্ছে। তিনি আরো বলেন, দারুল ইরফান একাডেমীর মতো শিক্ষা প্রতিষ্ঠা গড়ে তুলতে হবে প্রতিটি সমাজে বা এলাকায়। তিনি দারুল ইরফান একাডেমীতে শিক্ষার্থী ভর্তি করিয়ে সন্তানদের আদর্শবান করে গড়ে তুলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
অদ্য ২৬ অক্টোবর ২০১৭ইং বৃহস্পতিবার সকাল ১১টায় দারুল ইরফান একাডেমির জেডিসি পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান চান্দগাঁওস্থ ক্যাম্পাসে একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা নুরশেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর আলহাজ্ব নুরুল ইসলাম, মাষ্টার নুরুচ্ছালাম। বক্তব্য রাখেন দারুল ইরফান একাডেমীর উপাধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, মাওলানা জে এম নুরশেদুল ইসলাম, মো: আলী আজম প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, দারুল ইরফান একাডেমী প্রতিষ্ঠার পর থেকে যারা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে তারা দেশ ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। দ্বীনের সঠিক শিক্ষায় উজ্জীবিত হয়ে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করছে ও অপসংস্কৃতি থেকে সমাজকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচেছ। তিনি এ প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের ভর্তি করিয়ে দ্বীনদার মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply