৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৬/ বুধবার
মে ৮, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবারে মাহফিল

     

নগরীর অক্সিজেন ওয়াজেদিয়া শাহ্ আমানত (রহ.) কমপ্লেক্স আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফে অলিয়েকামেল আমিরুল হজ্জাজ আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শাহ্ ১৫ নভেম্বর বৃহস্পতিবার বাদে এশা আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক ও দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।মাওলানা হাসান মুরাদ কাদেরীর এই মাহফিল পরিচালনা করেন।

এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, মহেশখালী মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আলকাদেরী, শায়েরে আহলে সুন্নাত আল্লামা ক্বারী মুহাম্মদ তারেক আবেদনী কাদেরী সহ বহুল ওলামায়েকেরাম গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন। মাহফিলে বক্তারা আল্লাহ ও রাসুল (দ.) আউলিয়ায়ে কেরামগনের প্রদাঙ্ক অনুস্মরণ করে চললে দেশে অরাজকতা ও হানাহানি থাকবে না। বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিকারে হিংসা, বিভেদভূলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কোন প্রকার হত্যা, অরাজকতা কোনটাই ইসলাম সমর্থন করে না। শুধু টাকা উপার্জন নয় মানবিক গুন ও মনুষত্ব বোধে মুসলমানদেরকে উজ্জীবিত হয়ে রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামের মহব্বত অন্তরে জাগ্রত করে সৃষ্টির সেরা মানুষের সেবাই নিজেকে নিবেদিত রাখতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply