২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৩০ পূর্বাহ্ণ

চকরিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও  সংবর্ধনা অনুষ্ঠান

     

আলোকশিখা পাঠাগার কর্তৃক আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান-২০১৮ ১৬ নভেম্বর চকরিয়ার পূর্ব-সুরাজপুরের শাহ্ আজমত উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দ্বিতীয় পর্বে আলোকশিখা পাঠাগারের সদস্য কফিল উদ্দীন পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এতে গুণী শিক্ষক মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরীকে সংবর্ধনা ও চিত্রাঙ্কনে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আ.ক.ম. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পদ্মলোচন বড়ুয়া, সিনিয়র শিক্ষক মুজিবুল হক রতন, চকরিয়া প্রেস ক্লবের সভাপতি এম. জাহেদ চৌধুরী ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক দুলাল কান্তি শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম। স্বাগত বক্তব্য রাখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি শাহ্ আজমত উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মুরাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঠাগারের সদস্য আবদু রশিদ,  এহেসান প্রমুখ। উপস্থিত ছিলেন, রশিদ আহমদ, নুরুল আলম, আবদুল হামিদ, আলমগীর, মুবিন, রিফাত মণি, মোঃ মানিক, মোঃ টিপু, মুজাহিদুল ইসলাম, এহেসান, সজিব, নিশাত, মোঃ মিজবা প্রমুখ।
প্রধান অতিথি চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আ.ক.ম. গিয়াস উদ্দিন বলেন, সমাজকে আলোকিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়েই মানুষকে শক্তিশালী হতে হবে। বই পড়া আন্দোলনের মাধ্যমে সমাজকে আলোকিত করার এ মহৎ কাজটি করে যাচ্ছে আলোকশিখা পাঠাগার।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষপর্বে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে বই ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply