২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

টেকনাফে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বিএফইউজে’র সভাপতি বুলবুল: টেকনাফ এসে মুগ্ধ ৪০ জনের সাংবাদিকদল

     

 

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফ হচ্ছে নিউজের খনি। ভোগৌলিক এবং নানা কারণে সীমান্ত এই উপজেলার গুরুত্ব কিন্তু খুব বেশী। নিত্য নতুন সংবাদ পরিবেশনের অপূর্ব সুযোগ রয়েছে এখানে। তারপরও এখানকার সাংবাদিকরা কষ্টের মধ্যে পেশাগত মান বজায় রেখেই সদা দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকতার মৌলিক প্রশিক্ষণ পেলে এখানে কর্মরত সংবাদকর্মীরা টেকনাফের উন্নয়নে আরো বেশী ভুমিকা রাখতে পারবে। তাই টেকনাফে কর্মরত সংবাদকর্মীদের শীঘ্রই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সকলকে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সদস্য হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জাতীয়ভাবে সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে। “লুকানো জিনিস বের করাই হচ্ছে সাংবাদিকতা” দুর্বল এবং কেরানী সাংবাদিকতা পরিহার করে দক্ষতা-যোগ্যতা দিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে জাতীয় এই সাংবাদিক নেতা আরো বলেন, পদে থাকি আর নাই থাকি সাংবাদিকদের কল্যাণে আজীবই কাজ করে যাব। আজ আমরা ৪০ জনের একটি সাংবাদিকদল টেকনাফ এসে মুগ্ধ হয়েছি, টেকনাফে রাত্রিযাপনের মানসম্মত আবাসিক হোটেল, উন্নত রেস্টুরেন্ট আছে তা আগে জানতাম না। টেকনাফের প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হয় আমি বাইরের কোন দেশে অবস্থান করছি, এ পর্যটন এলাকার গুণগতমান যে এত উন্নত তা প্রচার ও প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। টেকনাফে খারাপের চেয়ে অনেক কিছু ভাল রয়েছে, তা মানুষ জানেনা।
২৬মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার আলো শপিংস্থ কমিউনিকেশন ভিলেজের হল রুমে টেকনাফ সাংবাদিক ইউনিটির আয়োজনে এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)‘র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন নেতা চ্যানেল আই‘র মীর মাশরুরুজ্জামান, নিউজ টোয়েন্টি ফোরের শাহনাজ মুন্নী,  লিটন হায়দার, বাংলানিউজের জাকারিয়া মন্ডল, আরটিভির আনোয়ার হক ও কালেরকণ্ঠের তৌফিক মারুফ। সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় টেকনাফের সাংবাদিকদের দাবী দাওয়া উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিটির উপদেষ্ঠা মমতাজুল ইসলাম মনু, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও জেড করিম জিয়া। এতে টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply