২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ

পারুল বড়ুয়ার পরলোক গমন শোক প্রকাশ

     

 

চট্টগ্রাম চন্দনাইশের চরবরমা (চরতি সুগত বিহার সংলগ্ন) গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক অজিৎ বড়ুয়ার সহধর্মীনি এবং বরমা নাট্যগোষ্ঠীর সাবেক অভিনেতা, ডিএইচএল কর্মকর্তা সজল বড়ুয়ার মা পারুল বড়ুয়া (৭০) গত ৩ ফেব্রুয়ারি ২০১৮ রোববার ভোরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে পরলোক গমন করেছেন। গত ৪ ফেব্রুয়ারি ২০১৮ রোববার বিকেলে চন্দনাইশের চরবরমা (চরতি) সুগত বিহারে যথাযথ ধর্মীয় রীতিতে তাঁর সৎকার বা পরলোকিক শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্বামী, ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর (পারুল বড়ুয়া’র) প্রয়াণে জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, ফারমার্স ব্যাংকের এইচআরও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. মিসেস রীতা সেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ ইউএনও মোঃ লুৎফুর রহমান, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বরমা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়’র দাতা-সদস্য ও মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, ইউপি মেম্বার শাহ আলম প্রমূখ গভীর শোক প্রকাশ করেন এবং তারা প্রয়াতের পরলৌকিক আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply