৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫২/ সোমবার
মে ৬, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ

শ্রীমতি সাবিত্রী চক্রবর্তীর পরলোক গমন

     

 

ভারত-বাংলাদেশ ইতিহাস মঞ্চের সভাপতি, পশ্চিমবঙ্গ ভারতের প্রখ্যাত লালন গবেষক ও কবি শ্রী বরুণ চক্রবর্তীর রতœগর্ভা মা প্রবীন সমাজকর্মী শ্রীমতি সাবিত্রী চক্রবর্তী (৮৮) ২৩ জানুয়ারি ২০১৮ কলকাতার টালিগঞ্জের বাসভবনে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন সমাজকর্মী শ্রীমতি সাবিত্রী চক্রবর্তী অবিভক্ত বাংলার ফরিদপুরের সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ কলকাতায় স্থায়ীভাবে বসবাস করতেন। এদিকে পশ্চিমবঙ্গ ভারতের প্রখ্যাত লালন গবেষক, মরমী কবি ও সমাজ শিক্ষক শ্রী বরুণ চক্রবর্তীর মায়ের পরলোক গমনে শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার সৎগতি কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসেন, ভাষা আন্দোলন জাদুঘরের নির্বাহী পরিচালক অধ্যাপক এম.আর মাহবুব, ভাষা গবেষক ডাঃ এম.এ মোক্তাদির, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাধারণ সম্পাদক ডাঃ বিমল তালুকদার, কবি আসিফ ইকবাল, কবি সাংবাদিক বিশ্বজিৎ সেন, অমর কান্তি দত্ত, প্রধান শিক্ষক মহিউদ্দিন চৌধুরী ইছা, সিরাজুল ইসলাম, হ্যাপি দাশ, অধ্যাপক দিদারুল আলম প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply