২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

খানসামায় উপজেলা চেয়ারম্যানের বাসায় ভিক্ষুকদের ঈদের দাওয়াত

     

 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গরীব-দু:খী মানুষের মাঝে মিশতে পারাই আসল আনন্দ, এটাই দেখালেন খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। তিনি ব্যতিক্রমী ভাবে প্রায় ৩০০ ভিক্ষুককে কার্ডের মাধ্যমে ঈদের দাওয়াত দিয়ে ভুড়িভোজ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।

আজ (বুধবার) ৬ আগস্ট পবিত্র ঈদুল আযহার ৬ষ্ঠ দিনে অনেক বড় বড় নেতা ও ধনী ব্যক্তিদের বাড়িতে দাওয়াতে না গিয়ে গরীব-দু:খীদের সাথে আনন্দ ভাগ করতে অভিনব পদ্ধতিতে এই আয়োজন করেন সহিদুজ্জামান শাহ।

উপজেলার পাকেরহাটস্থ নিজ বাড়িতে মাংস,সবজি,ডাল,ভাত রান্না করে প্রত্যন্ত গ্রামে থেকে আসা এসব অসহায় মানুষগুলোকে তিনি নিজ হাতে পরিবেশন করে খাওয়ালেন পাশাপাশি নগদ অর্থ প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান সাহেবের এরকম উদ্যোগ ও মহানুভবতায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে জনম দুঃখী মানুষগুলো। এর আগে কখনো কোনো উপজেলা চেয়ারম্যানকে তারা এত কাছে পাননি বলে জানান।
তারা আরো জানান, ” এংকরি হামাক কাও খোওয়ায়না চেয়ার-টেবিলত বসি, আল্লাহ চেয়ারম্যানের ভালো করুক “।
উপজেলা চেয়ারম্যান মহোদয় ভিক্ষুকদের সকল সমস্যা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের ব্যবস্থা করেন।

পরিশেষে সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খানসামার কৃতি সন্তান ও সফল পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপির জন্য দোয়া চান খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা ওলামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ সহ প্রমূখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply