২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে সাংবাদিক আফছার আলী আর নেই

     

গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসার, সহকারি শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক এটিএম আফসার আলী (৪৫) আর নেই। শনিবার সকাল ৮টায় অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে… রাজেউন)। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদ চত্ত্বরে প্রথম জানাযা, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে দক্ষিণ তালুক বেলকা কামার পাড়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি কামার পাড়া গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বিশেষ করে সাংবাদিক মহল অত্যন্ত শোকাহত হয়ে পড়েছেন। তার জানাযা নামাজে উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, থানার ওসি আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, ইসলামি ব্যাংক ম্যানেজার এ.এইচ.এম রাশেদুল ইসলাম, আ য ম শফিউল্লাহ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র মশিউর রহামন বিপ্লব, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মাদ্রাসা সুপার আবেদ আলীসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম সাংবাদিক এটিএম আফছার আলী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নব চেতনা পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply