২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

মোহাম্মদ মনজুর আলম এর উদ্দোগে বদর যুদ্ধ দিবস উপলক্ষে খতমে বুখারী, ঈদবস্ত্র দান, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

     

১৭ রমজান বদর যুদ্ধ দিবস এবং উম্মুল মোমিনিন সায়ইদুনা আম্মাজান আয়িশা সিদ্দিকার উফাত দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগ খতমে বুখারী শরীফ, দোয়া ও ইফতার মাহফিল এবং এতিম, শাহ মোহছেন আউলিয়া ভক্ত ও আশেকানদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়। সাবেক মেয়রের এইচ এম ভবনে এবং অডিটরিয়ামে এসকল কর্মসূচি পালিত হয়। ১৮ রমজান বাদ জুমা সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত এবং শাহছুফি সৈয়্যদ আহমদ হাসান (র.) মাজার জিয়ারত শেষে উভয় স্থানে ভক্ত ও আশেকানদের মধ্যে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করেন। বদর দিবসে ইফতার পূর্ব আলোচনায় সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, পবিত্র রমজান মাস ফজিলত মাস। এ মাসে আল্লাহ পবিত্র কোরান নাজিল করেছেন এবং নবীজীর আল্লাহর ফেরেশতার মাধ্যমে ওহী প্রাপ্ত হয়েছেন। রমজানে ৩ তিন তারিখ মা ফাতেমা (র.) ১০ রমজান খদিজাতুল কোবরা এবং ১৭ রমজান মা আয়িশা সিদ্দিকার ওফাত বরণ করেন। তিনি বলেন, রমজানে রহমত, মাগফিরাত, নাজাত-এর ঘোষণা এসেছে। দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য পবিত্র রমজানের গুরুত্ব সকল মুসলমানদের অনুধাবন করতে হবে। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়ুর রহমান। এ সকল অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম,আলহাজ¦ ছালে আহমদ, এসএম ফজলুল করিম খতিব মাওলানা মোহাম্মদ ইউনুছ রজভী, মাওলানা আব্দুল মান্নানসহ আলেম ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন। মা আয়িশা সিদ্দিকী ও বদর যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইফতারের সাথে তবারুক বিতরণ করা হয় এবং উপস্থিত এতিম শিশু ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে ঈদবস্ত্র, ঈদ বকশিস এবং সেহেরীর খাবার বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply