১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৯/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

রাউজান বড়ঠাকুর পাড়া স্কুলে শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু জীবনাদর্শ শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই দেশ উপকৃত হবে

     

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই দেশে আর জঙ্গীবাদ সৃষ্টি হবে না। বঙ্গবন্ধুর মত দেশ প্রেমে উজ্জিবিত হয়ে দেশ প্রেমিক সৃষ্টি হয়ে জাতীর জনকের সেই সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।  আজ  মঙ্গলবার সকালে উপজেলার বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রবাসি আওয়ামীলীগ নেতা আবুল কাসেম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রহিম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, ডা. স্বজন বড়ুয়া, জালাল উদ্দিন রুমি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোরশেদ আলম, প্রনব বৈদ্য, শুভাশীষ চৌধুরী, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, সুম্মিতা মজুমদার, মুন্নি রানী শীল, হালিমা বেগম, জামাল উদ্দিন, স্টুডেন্ট কাউন্সিলের পরিবেশ সংরক্ষন মন্ত্রী মুন্নি আকতার, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী জেরিন সুলতানা, পুস্তক মন্ত্রী বখতেয়ার আলম, আপ্যায়ন ও অভ্যর্থনা মন্ত্রী জান্নাতুল নাইম ইভা, পানি সম্পদ মন্ত্রী তছলিমা আকতার, বৃক্ষরোপন মন্ত্রী নাঈমুর রহমান নিশান, মোহাম্মদ আহাদ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply