৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩১/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে তিস্তা-ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার উপরে লক্ষাধিক মানুষ পানিবন্দি 

     

 

গোলজার রহমান

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের চরাঞ্চলসহ ১০ ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৩ সেঃ মিঃ  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ৫ দিন ধরে একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর, বেলকা, তারাপুর, কঞ্চিবাড়ি, চন্ডিপুর ইউনিয়নের চরাঞ্চলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ, গরু, ছাগল, হাস মুরগীসহ পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি মানুষ গবাদি পশু হাঁস-মুরগী নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। অনেকেই বাঁধসহ বিভিন্ন উচু এলাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। বন্যা এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। উপজেলা কৃষি অফিস সুত্র জানায় বন্যায় ১ হাজার ৯’শ হেক্টর আমন ধান, ১৬৭ হেক্টর শাক সবজি, ১৩১ হেক্টর  বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা সুত্রে জানা গেছে সুন্দরগঞ্জ এলাকায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৩ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, ইতোমধ্যে বন্যার্তদের জন্য ১০০ মেঃ টঃ চাল ও ১ লক্ষ টাকা বরাদ্দ  পাওয়া গেছে। গতকাল সোমবার এমপি গোলাম মোস্তফা আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  নুরুন্নবী সরকার ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তারাপুর ইউনিয়নের লাটশালা, চর খোর্দ্দা, চর তারাপুর এলাকায় বন্যার্ত মানুষের মাঝে চাল বিতরণ করেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply