২৪ মার্চ ২০২৩ / ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ / দুপুর ২:৫১/ শুক্রবার
মার্চ ২৪, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী

     

কিশোরগঞ্জের মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে  মেহমান হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

 মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেন ও বিশ্রাম নেন।এর আগে, বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে সেনানিবাস উদ্বোধন করেন তিনি। এরপর সুধী সমাবেশে অংশ নেন।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ।

 উপজেলা আওয়ামী লীগ  এ জনসভা আয়োজন করে।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুনঃ

Leave a Reply