১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৯/ বুধবার
মে ১, ২০২৪ ৪:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে লিডামপাল উপর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

     

 

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে পৌরসভা কার্য্যালয় ইউনিট ২ শহীদ মাহমুদুল আলম সড়ক সংগঠনের কার্য্যালয়ে লিডামপাল উপর শীর্ষক আলোচনা সভা বিশিষ্ট স্বনাম ধন্য বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ নিখিল বরণ নাথ এর সভপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ এম এ গনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ লোকমান। বিশেষ অতিথি ছিলেন লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, আমিনুল হক বি.এস.সি, ডাঃ জিয়াউল হক, ডাঃ বংকিম চন্দ্র নাথ, মোঃ অজি উল্লাহ, শাহাদাত হোসেন, মোঃ আসলাম, মীরা বাঈ দেবী, মোঃ লোকমান হোসেন, ডাঃ মোঃ আবদুল্লাহ, ডাঃ এম এ মান্নান, ডাঃ অর্চনা রানী আচার্য্য, ডাঃ শাহেদ আলী চৌধুরী, ডাঃ উত্তম মহাজন, ডাঃ মোহাম্মদ আলী, এম আলী সিকদার, ডাঃ চিন্তাহরণ নাথ, লিডামপালের উপর শীর্ষক আলোচনা সভায় ফটিকছড়ি থানা শাখার প্রচার সম্পাদক ডাঃ এ.এম.এম এরশাদ-উল হক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন, ডাঃ বিজয় লাল সাহা, ডাঃ মোঃ ইসমাইল, ডাঃ হাসান আলী চৌধুরী, মোঃ বেলাল, মোঃ তানিস, ডাঃ সবুজ চক্রবর্তী, ডাঃ লুৎফর রহমান প্রমূখ। উক্ত সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথিক একমাত্র সত্য ও স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান। অন্যান্য চিকিৎসা বিজ্ঞানের সাথে ইহার একটি ভিন্নতা আছে। ইহাতে “রোগের চিকিৎসা হয় না- রোগীর চিকিৎসা হয়”। হোমিওপ্যাথিক স্বল্প ব্যয়, সহজলভ্যতা, প্রতিক্রিয়াহীনতা এবং সহজবোধ্য প্রাকৃতিক নীতির জন্য দিন দিন প্রসার লাভ করছে। অল্প খরচে হোমিও চিকিৎসা লাভ করা যায় কিন্তু পরিশ্রমে ও স্বল্প জ্ঞানে হোমিও চিকিৎসা করা যায় না। এজন্য চাই অপরিসীম ধৈর্য্য, যথেষ্ট বিচক্ষনতা, সূক্ষ্ম অনুভূতি শক্তি এবং হোমিও বিজ্ঞানের অনন্ত গভীরতা। লিডামপালের উপর বিশদ আলোচনা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply