২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

সেনা বাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ১০টি কুকুর উপহার দিল ভারত সরকার

     

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি 
দু’দেশের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসাবে উপহার স্বরুপ ভারত সরকার বাংলাদেশ সেনা বাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ৩০টি কুকুর পাঠিয়েছে। অস্ত্র মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন পন্য সনাক্ত করবে কুকুর গুলো।
শনিবার (৭ডিসেম্বর) দুপুর ২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রথম ১০টি কুকুর হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনী। পরে আরো ২০টি কুকুর দেবে তারা।
এসময় উপস্তিত ছিলেন-যশোর (ক্যান্টনম্যান্টের) সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন, লে. কর্নেল মিজানুর রহমান, ৪৯ বিজিবির এডি-ফারুক হোসেন, ভারতীয় সেনাবাহিনীর কলিকাতা ক্যান্টমেন্ট-কর্নেল কেশব যাদব। ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষন প্রাপ্ত কুকুরগুলো আনা হয়।
এসময় বেনাপোল সীমান্ত চেকপোষ্ট নো-ম্যান্সল্যন্ড দু’দেশের সেনা ও বিজিবি-বিএসএফ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্নেল আনোয়ার হোসেন জানান, ভারত সরকারের দেওয়া ১০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে  বাংলাদেশ সরকারকে উপহার দেওয়ার হয়েছে। কুকুরগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে।কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply