৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৫/ বুধবার
মে ৮, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

নৌকা আছে, মাঝি নাই ? প্রার্থী সংকটে নাঙ্গলকোট আ,লীগ !

     

বিশেষ সংবাদদাতা
আসন্ন ইউপি নির্বাচনে নাঙ্গলকোটে নৌকার মাঝি খুঁজে পাওয়া যাচ্ছে না । এখন হেলপার দিয়ে নৌকাকে কোনো রকম চালিয়ে নেয়ার কথা ভাবছে কথিত সেই সকল নেতারা । তবে হেলপারকে মাঝির দায়িত্ব দিলে নৌকা ডুববে সেটা নিশ্চিত করে বলছেন নৌকার যাত্রীরা । তাই তারা নৌকায় আদৌ ছড়বেন কীনা ভাবছে ।
উল্লেখ্য, গত এমনদিনে নাঙ্গলকোটের আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল । সেই নির্বাচনে নৌকা প্রায় ভুবু ডুবু ! একটু কেরামতি করে দুই একজন দরিয়া পার হলেও এবার কোনো কেরামতি কাজে আসবে না । কারণ ইভিএম । ফলে যারা ভাল মাঝি তারাও নৌকা চালাতে আগ্রহী না । সবাই চায় স্বতন্ত্র । সবার অভিযোগ নৌকাকে ডুবাচ্ছেন মন্ত্রী । তিনি চারজন পাঁচজন লোককে এমন ক্ষমতা দিয়েছেন । যারা ক্ষমতার অপব্যবহার করে আঙুল ফুলে কলা ছেড়ে বটগাছে পরিণত হয়েছেন । হাঁটুর নীচের লোকদের এমন ক্ষমতা দিয়েছেন ! ফলে অভিজ্ঞ মাঝিরা পরিচয় দিতেও লজ্জা পায় ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply