২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫০/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর সাধারণ সভা অনুষ্ঠিত

     

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর উদ্যোগে গত ১ জুলাই ২০২২ইং সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব রুপন কান্তি নাথ।

সংগঠনের সদস্য পিংকু কুমার নাথের সঞ্চলান সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদ, কেন্দ্রীয় কমিটি-ঢাকা।

প্রধান বক্তা ছিলেন মাস্টার দুলাল কান্তি নাথ, উপদেষ্টা রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ, বিশেষ অতিথি অধ্যাপক তপন কুমার নাথ, উপদেষ্টা রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ, লায়ন অজিত কুমার নাথ উপদেষ্টা রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ, বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা পণ্ডিত প্রবর অজিত কুমার নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক মিননাথ নাথসহ প্রমুখ।

সভায় উপস্থিত সকল সদস্য ও উপদেষ্ঠাম-লীদের মতামতের ভিত্তিতে সংগঠনের লগো উন্মোচন ও সংগঠনের গঠনতন্ত্রের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধান বক্তা মাস্টার দুলাল কান্তি নাথ তার বক্তব্যে বলেন, সারাদেশে ‘নাথ’ শিব গোত্রীয়দের দশবিদ সংস্কারের মাধ্যমে উপনয়ণগ্রহণ, সমাধি ব্যবস্থা, পূজা-অর্চনাসহ সকল ধর্মীয় কার্যাদি যেন সামবেদীয় ভাবে করার জন্য উপযুক্ত ব্রাহ্মণ পুরোহিত সৃষ্টির করা হয় এবং সারা দেশে এই সংঘঠনের কার্যক্রম দ্রুত প্রসারিত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply