২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

রশিদিয়া মাদ্রাসায় জঙ্গি, মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা

     

 

আজ ২৬ জুলাই বুধবার বায়েজিদ থানাধীন রশিদিয়া রউফাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু আহমদ জামেউল আখতার চৌধুরীর সভাপতিত্বে জঙ্গি, মাদক ও ইভটিজিং বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সি.এম.পি চট্টগ্রাম, পাঁচলাই জোন এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস.এম. মোবাশ্বের হোসাইন। প্রধান বক্তা ছিলেন বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিম খানা প্রজেক্টের মোতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ শফি উল্লাহ।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ইসলামে জঙ্গি, মাদক ও ইভটিজিং এর কোন স্থান নেই। এসব জনবিরোধী যাবতীয় কার্যক্রম থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। প্রধান অতিথি ইসলামের সঠিক জ্ঞান আহরণের জন্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply