২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৪১ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন জেলা বিএনপির সাবেক ২ সভাপতি ফজলুল হক আছপিয়া ও নজির হোসেন

     

আল-হেলাল সুনামগঞ্জ সংবাদদাতা :
বহুদিন পর জেলা শহর সুনামগঞ্জেই সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন জেলা বিএনপির সাবেক ২ সভাপতি ফজলুল হক আছপিয়া ও নজির হোসেন। ১৭ জুলাই সোমবার সন্ধ্যায় জেলা সদরস্থ কাজির পয়েন্ট এলাকার বাসভবনে গিয়ে জেষ্ট নেতা সাবেক হুইপ ও সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকার ৩ বারের নির্বাচিত সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আছপিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ ১নং আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এমপি নজির হোসেন। জাতীয়তাবাদী রাজনীতিতে তারা দুজনই জেলার বয়োজেষ্ট রাজনীতিবিদ। কিন্তু বিগত দিনে একে অপরের সাথে মতানৈক্য ও কোন্দল গ্রুপিং লবিং-এ জড়িত থাকার কারণে দুনেতার সমর্থকরা মারাত্মকভাবে হতাশাগ্রস্থ ছিলেন। মূলধারার নেতাকর্মীরা আছপিয়াকে নেতা মেনে একই আদর্শে উজ্জীবিত থাকলেও সংস্কারবাদী নজির হোসেনের সাথে আরেকটি উল্লেখযোগ্য অংশ সম্পর্ক অটুট রাখে। কিন্তু কোন পক্ষই দল থেকে সরে যায়নি। সর্বশেষ কেন্দ্রের নির্দেশে নজির হোসেন নিজ উদ্যোগেই ফজলুল হক আছপিয়ার সাথে তার সম্পর্কের উন্নতি ঘটাতে এগিয়ে যান। সাক্ষাৎকালে দুনেতা শারীরিক সুস্থতার খোজ খবরসহ কুশলাদি বিনিময়ের পাশাপাশি জেলার সকল উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল শাখার সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী নির্বাচনে দল যাদেরকে মনোনয়ন দিবে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেন। তৃনমুল পর্যায়ে সকল নেতাকর্মীদের মতানৈক্য নিরসন করে ঐক্যব্ধভাবে কাজ করার পক্ষেও তারা মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন এড.মুহাম্মদ সালেহ আহমদ ও তাহিরপুর উপজেলা বিএনপি নেতা কামাল পাশা প্রমুখ উপস্থিত ছিলেন। দুনেতার সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি স্বীকার করে নজির হোসেন বলেন,দেশ ও জাতির ক্রান্তিকালে দলের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীদেরকে নিয়ে দলের মজবুত ভিত্তিকে সুপ্রতিষ্ঠিত করতে চাই। কারন দলকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নাই।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply